আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকার মিরপুর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন ঢাকা-১৫ আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মিরপুর-১০ নম্বরের আদর্শ স্কুল মাঠে নির্বাচনী জনসভায় অংশগ্রহণের মাধ্যমে তিনি এই প্রচারণার সূচনা করবেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে, নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় সফরের পরিকল্পনা রয়েছে দলের আমিরের। আজ ঢাকা মহানগরীর মধ্য দিয়ে তার এই আনুষ্ঠানিক সফর শুরু হচ্ছে। রাজধানীর মিরপুরে আদর্শ স্কুল মাঠে বেলা দুইটায় এই জনসভার আয়োজন করেছে জামায়াতে ইসলামী। জনসভাস্থলটি ডা. শফিকুর রহমানের নিজস্ব নির্বাচনী এলাকা ঢাকা–১৫ আসনের অন্তর্ভুক্ত।
অনুষ্ঠানে জামায়াত আমির ছাড়াও ১০–দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
কেন্দ্রীয় পরিকল্পনা অনুযায়ী, আজ ঢাকার কর্মসূচি শেষ করে পর্যায়ক্রমে ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গ সফর করবেন ডা. শফিকুর রহমান। সেখানেও বিভিন্ন নির্বাচনী এলাকায় তার গণসংযোগ ও প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে।


















