দেশের স্বাধীনতা এবং সর্বোচ্চ উন্নয়ন আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, জাতির সবচেয়ে বড় দুটি অর্জন হচ্ছে দেশের স্বাধীনতা এবং দেশের সর্বোচ্চ উন্নয়ন। এই দুটিই এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে।
তিনি আরও বলেন, রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণের জন্য অপতৎপরতা চালাচ্ছে একটি গোষ্ঠী। দেশকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার জন্য ও দেশের রাজনীতিবিদদের ব্যর্থ প্রমাণ করার জন্য একটি মহল ওয়ান ইলেভেনের মতো পরিকল্পিতভাবে পাঁয়তারা করছে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শন করে আওয়ামী লীগ।
ওবায়দুল কাদের বলেন, রাজনীতি করি মানুষের জন্য। মানুষের সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকবো। ৭৫ বছরে এসে আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া। এখন দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য।












The Custom Facebook Feed plugin