শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

রাজনৈতিক সংস্কৃতির সংস্কার ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়: আমীর খসরু

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ

আমাদের নতুন চিন্তার, নতুন বাংলাদেশ তৈরির সংগ্রাম করতে হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শুধু সংস্কার করে কিছু হবে না। রাজনৈতিক সংস্কৃতির সংস্কার ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর জিমনেসিয়াম মাঠে একুশে বইমেলায় এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, বিগত সময়ে দেশের পাঠ্যক্রমে শুধু একটি দলের পরিবারের কাহিনি পড়তে বাধ্য করা হয়েছিলো। কোনো ভিন্নমত থাকলে তাদের নানা হয়রানির শিকার হতে হয়েছে। বইমেলাসহ বিভিন্ন সময়ে লেখকদের স্বাধীন চিন্তার প্রতিফলন হয়নি। মানুষ মুক্তভাবে তাদের মতামত পেশ করতে পারেনি। জাতিকে ফ্যাসিস্ট সরকার সবসময় বাক্সবন্দি চিন্তা দ্বারা দমন করে রেখেছিলো।

তিনি আরও বলেন, আমরা যদি তাদের পথ অনুসরণ করি তাহলে শহীদ জিয়ার সবার মত প্রকাশের স্বাধীন দেশের স্বপ্ন বাস্তবায়ন হবে না। দেশের মানুষের চিন্তার মনোজগতে পরিবর্তন হয়েছে। সবার জন্য সমান ক্ষেত্র তৈরি করতে হবে।

বিএনপির সংস্কার প্রস্তাবে ৩১ দফায় পরিষ্কারভাবে সবকিছু দেওয়া আছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় সরকার গঠন করে সবাই মিলে বাস্তবায়ন করা হবে। সংস্কার নিয়ে যারা এখন বেশী শোরগোল করছে বিএনপি অনেক আগেই এই সংস্কার প্রস্তাব তৈরি করেছে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে। এই বার্তা নিয়ে আমরা সারা দেশের মানুষের কাছে যাচ্ছি।

এ বিএনপি বলেন, এখন যারা সংস্কারের কথা বলছে তাদের কোনো ম্যান্ডেট নাই। জনগণের মতামত নিয়ে সংস্থার করতে হবে। নতুন চিন্তার নতুন বাংলাদেশ তৈরির সংগ্রাম করতে হবে আমাদের। শেখ হাসিনার পথে হাঁটলে আমাদের চলবে না। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

সর্বশেষ - রাজনীতি