জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবারও পছন্দের প্রতীকের তালিকায় পরিবর্তন এনে প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন। এবার ‘লাল শাপলা’ বাদ দিয়ে সেই জায়গা ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত করে তা পেতে আবেদন করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) বিকেলে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ তথ্য জানান। এর আগে বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেন এনসিপির নেতারা।
নাসীরুদ্দীন বলেন, বর্তমানে আমাদের পছন্দের প্রতীক ‘শাপলা’, ‘সাদা শাপলা’ ও ‘শাপলা কলি’। এর আগে পছন্দের তালিকায় ‘লাল শাপলা’ও ছিলো। আগের পছন্দের তালিকা বদল করে এ বিষয়ে ইসিকে দরখাস্ত দিয়েছি।
পাটওয়ারী বলেন, তারা প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত হয়েছেন। আগামী নির্বাচনে ধানের শীষের সঙ্গে শাপলা কলির প্রতিদ্বন্দ্বিতা হবে বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন শাপলা কলি সহ কয়েকটি প্রতীক যুক্ত করে গেজেট প্রকাশ করেছে। তারই ধারাবাহিকতায় এনসিপি ইসির তালিকা থেকে প্রতীক পছন্দ করে আজকে একটা আবেদন দিয়েছে। এরমধ্যে প্রথমে আছে শাপলা, দ্বিতীয়তে আছে সাদা শাপলা এবং তৃতীয় শাপলা কলি আছে। সেক্ষেত্রে শাপলা কলি পেলে এনসিপি মেনে নেবে বলেনও জানান তিনি।
এনসিপি নেতা জহিরুল ইসলাম মুসা তাদের প্রতীক হিসেবে ‘শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলি’ বেছে নেওয়ার কথা উল্লেখ করে বলেন, শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি এখন আমাদের পছন্দ। এর জন্য আমরা আবেদন করেছি। এনসিপির প্রতীক শাপলা কলি বিবেচনায় নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করতে পারে।
গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তাতে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে শাপলা কলি যুক্ত করা হয়েছে। অথচ এনসিপি দীর্ঘদিন ধরে শাপলাকে দলীয় প্রতীক হিসেবে দাবি জানিয়ে আসছে।


















