রবিবার , ৩১ আগস্ট ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

শারীরিক অবস্থার উন্নতি, নুরকে নেওয়া হতে পারে কেবিনে

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৩১, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি করছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। রোববার (৩১ আগস্ট) সকালে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

ঢামেক পরিচালক জানান, নুরের নাক ও চোয়ালের হাড় ভেঙেছে, চোখে চোট এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তবে সিটিস্ক্যান রিপোর্ট ভালো এসেছে এবং চিকিৎসা চলমান রয়েছে। তিনি আরও জানান, ৬ সদস্যের বিশেষ বোর্ডের তত্ত্বাবধানে সব ধরনের চিকিৎসা প্রদান করা হচ্ছে।

গত শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের সময় আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। আহত নুরকে তখন তার সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে নিয়ে যান।

সর্বশেষ - আইন-আদালত