বুধবার , ৯ জুলাই ২০২৫ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

শুধু শেখ হাসিনা নয়, আ. লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল

প্রতিবেদক
Newsdesk
জুলাই ৯, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ

জুলাই আন্দোলনে গণহত্যার দায় শুধু শেখ হাসিনার নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত—মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন— ‘আওয়ামী লীগের নিপীড়ন, নির্যাতন, হত্যা, গুম-খুনের সবচেয়ে বড় ভিকটিম বিএনপি। গণহত্যার বিচারে উদাসীনতা অত্যন্ত দুঃখজনক। হাজার মানুষ হত্যার দায় নিয়ে ১১ মাস আগে জনরোষে পদচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, অথচ এখনো তার ও তার দলের বিচার হয়নি।’

তিনি বলেন— ‘নির্বাচন আর সংস্কার সাংঘর্ষিক নয়। দেশের মানুষ নির্বাচন চায়। যারা নির্বাচন পিছিয়ে দিতে বলছেন, তাদের বিষয়টি নতুন করে ভাবা উচিত। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সঠিক সময়ে জাতীয় নির্বাচন দিতে হবে।’

দেশ পরিচালনায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ফখরুল বলেন— ‘দেশের এই সংকটময় মুহূর্তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

সর্বশেষ - আইন-আদালত