শুক্রবার , ২২ আগস্ট ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

শেখ হাসিনার বিচার এ মাটিতেই হতে হবে: মির্জা ফখরুল

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২২, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ

হাসিনা সব গুম-খুনের জন্য দায়ী; এদেশের মাটিতেই তার বিচার হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গুম-খুনের শিকার পরিবারের স্বজনদের কান্না বন্ধে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে মানিকমিয়া এভিনিউয়ে সংসদ ভবনের সামনে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাকের আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসছে ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম দিবস। দিনটিকে সামনে রেখে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে এই আয়োজন মায়ের ডাকের।

মির্জা ফখরুল বলেন, গুম ও খুনের শিকার স্বজনদের পরিবারের কান্না বন্ধে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। তারা গুম কমিশনকে পাবলিকলি আনতে ও পাবলিক শুনানি করতে ব্যর্থ হয়েছে। এর জবাবদিহিতা তাদের করতে হবে।

তিনি আরও বলেন, এই সরকার দায়ীদের বের করার চেষ্টা করবে বলে আশা করছি। গুম-খুন-নির্যাতন ও মানবতার বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। হাসিনা সব গুম-খুনের জন্য দায়ী। হতাশ হওয়ার কিছু নেই, হাসিনার বিচার দেশের মাটিতেই হতে হবে। তার সর্বোচ্চ শাস্তি হতে হবে।

আলোচনা সভায় অন্য বক্তারা বলেন, গুমের দায় এড়াতে পারবে না আওয়ামী সরকার। আর গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনার তাগিদও ঘুরেফিরে আসে তাদের বক্তব্যে।

সর্বশেষ - রাজনীতি