২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিচারিক আদালতের রায় বাতিল করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি মৃত্যদণ্ড কার্যকরের আবেদনও (ডেথ রেফারেন্স) খারিজ করে দিয়েছে দেশের উচ্চ আদালতটি।
রোববার দুপুরে আদালতের এমন রায়ের পর বিকেলে নিজের ফেসবুক থেকে এক পোস্টে তারেক রহমান লিখেছেন, সত্যের সৌন্দর্য হলো যে, এটি অপ্রচলিতভাবে প্রচার এবং ষড়যন্ত্রের ওপর বিজয় লাভ করে। আমাদের বিশ্বাস দেয় যে, অবশেষে, ন্যায় এবং ন্যায্যতা জয়ী হয়।
তারেক রহমান লেখেন, রাজনৈতিক প্রতিহিংসা অবসান ঘটিয়ে ইতিহাসের একটি নতুন অধ্যায় খুলি, যেখানে রাজনৈতিক মতভেদের কারণে কারও জীবন বা পরিবার ধ্বংস হবে না।
আরও লেখেন, আমরা অঙ্গীকারবদ্ধ গণতন্ত্রের উদ্দীপনায়, যা বিশ্বাস, বিশ্বাস ও মতাদর্শের বৈচিত্র্যের ওপর বিকশিত হয়। বাংলাদেশের মানুষকে ক্ষমতায়ন করে নির্বাচনী অংশগ্রহণের মাধ্যমে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করতে সক্ষম করে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সেই যাত্রায়, আমরা আইনের শাসন, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা, প্রতিটি নাগরিক অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল এবং নিয়মভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই।