সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সংস্কারের জন্য সবকিছু আটকে রাখা গ্রহণযোগ্য হবে না। সংস্কারের কথা বলে গণতন্ত্রের পথ আটকে রাখবেন, এটা মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করবে না।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে যেনো জনগণের বঞ্চনার দুঃস্বপ্ন দূর হয়।
এসময় সমালোচনা না নিতে পারলে উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দল করারও আহ্বান জানান রিজভী। বলেন, বিরুদ্ধচারণ নয় আরো দায়িত্বশীল হতে সরকারের সমালোচনা করছে বিএনপি।
এসময়, যেকোনো আন্দোলন দমাতে পুলিশের শটগান ব্যবহার বন্ধ করারও আহ্বান জানান বিএনপির এই নেতা।