কোটা আন্দোলনের নামে সারা দেশে ব্যাপক সহিংসতা ও তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাশকতায় দলীয় নেতাকর্মীদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।
তিনি বলেছেন, বিএনপি নেতাকর্মীরা শিক্ষার্থীদের আন্দোলনে মাঠে থাকলেও তারা কেউ সংঘাত-সহিংসতায় জড়ায়নি।
বুধবার কারফিউ শিথিলের সময় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিএনপির মহাসচিব।
তিনি বলেন, বর্তমান সরকারের পদত্যাগ ছাড়া চলমান সংকটের সমাধান হবে না। চলমান সংকট সমাধানে সরকার যে পথে হাঁটছে, তাতে পরিস্থিতির সমাধান আসবে না।
এ সময় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন ফখরুল। বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে।












The Custom Facebook Feed plugin