বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুরের জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানি দায়ী।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টায় এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার উসকানিই সার্বিক পরিস্থিতির জন্য দায়ী। তিনি কখনোই বাংলাদেশের মানুষকে অন্তরে ধারণ করেন না।”
এর কিছুক্ষণ আগে আরেক স্ট্যাটাসে তিনি দেশবাসীকে উসকানিতে পা না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানান এবং দেশপ্রেমের পরিচয় দিতে বলেন।