নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বরে হয়ে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের রাত আটটা ২০ মিনিটে পৌঁছান তিনি।
বেগম জিয়ার সঙ্গে পরিবারের সদস্য ও দলের সিনিয়র নেতারা রয়েছেন। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।
সবশেষ ১৮ জুন এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর বাসায় ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী। চলতি বছরের আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি তাকে ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়। দীর্ঘ চার মাস পর গত ছয় মে লন্ডন থেকে তিনি দেশে ফেরেন।
















