শনিবার , ২৪ জানুয়ারি ২০২৬ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

স্বৈরাচারের পতন হয়েছে, এখন সময় দেশ গড়ার: তারেক রহমান

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৪, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ

বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান বলেছেন, আন্দোলন সংগ্রামে স্বৈরাচারের পতন হয়েছে, এখন দেশ গড়তে হবে। তিনি বলেন, পিছিয়ে পড়া দেশকে পুনর্নির্মাণ করতে হবে। এজন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকের বিআরবি স্কুল মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিকাল ৩টায় জনসভা শুরুর কথা থাকলেও দুপুর থেকেই হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। নির্ধারিত সময়ের আগেই মাঠ উপচে ভিড় পাশের অলিগলিতে ছড়িয়ে পড়ে। নেতাকর্মীদের প্রবল উৎসাহের মধ্যে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হয়।

সন্ধ্যা ৭টার দিকে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

tareq``

প্রধান অতিথির বক্তব্য শুরু হলে ব্যতিক্রমী এক চিত্র দেখা যায় সভামঞ্চে। স্থানীয় ভোটারদের মঞ্চে তুলে তাদের কথা শোনেন তারেক রহমান।

এরপর আনুষ্ঠানিক বক্তব্যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে দলের পরিকল্পনার কথা জানান তিনি।

এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি বলেন, আমি এই এলাকায় বড় হয়েছি। আপনাদের সমস্যাগুলো সরাসরি জানতেই এই আয়োজন। আমরা সরকার গঠন করতে পারলে গৃহহীনদের পুনর্বাসনে কাজ করবো।

তারেক রহমান তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে বলেন, নির্বাচিত হতে পারলে পরিকল্পিতভাবে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বিশেষ করে দেশের ক্রীড়াক্ষেত্রকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, অন্যান্য পেশার মতো বাংলাদেশেও পেশাদার খেলোয়াড় তৈরির জন্য প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হবে।

মানুষ পরিবর্তনের অপেক্ষায় জানিয়ে দেশ পুনর্নির্মাণে গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর জোর দেন তারেক রহমান। বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারে ভোটারদের সমস্যার সমাধান করতে।

তিনি আরও বলেন, চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়ার পরিকল্পনা আছে বিএনপির। মাসে আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের ফুড আইটেম দেয়া হবে। এটির বাস্তবায়ন চাইলে ধানের শীষে ভোট দিতে হবে।

বিএনপির অতীতের শাসনামলের কথা স্মরণ করিয়ে আবারও ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান।

তিনি এলাকার সন্তান হিসেবে ঢাকা-১৭ আসনে তাকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। বলেন, ধানের শীষে যতবার নির্বাচিত হয়েছে, ততবারই দেশের উন্নয়ন হয়েছে। তাই এবার সারা দেশের ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে।

ঢাকা – ১৭ আসনের এই জনসভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনার, যুবদলের সভাপতি  আবদুল মোনায়েম মুন্না, সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ছাত্রদল পশ্চিমের সভাপতি রবিন খান প্রমুখ।

সর্বশেষ - আইন-আদালত