সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া, আগামী ১২ ঘণ্টা গুরুত্বপূর্ণ: চিকিৎসক

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২৪, ২০২৫ ১২:০৫ পূর্বাহ্ণ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ১২ ঘণ্টা তার পরবর্তী পদক্ষেপের জন্য গুরুত্বপূর্ণ।

রোববার (২৩ নভেম্বর) রাতে তার চিকিৎসকরা একাত্তরকে এই তথ্য জানিয়েছেন।

মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন ধরা পড়েছে। তার ফুসফুস ও হার্টও আক্রান্ত হয়েছে। প্রয়োজনীয় কিছু পরীক্ষা শেষে আগামী ১২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। আপাতত কেবিনেই রাখা হয়েছে তাকে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, আপাতত শঙ্কার কোনো কারণ নেই। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবেই তাকে এভারকেয়ারে নিয়ে আসা হয়েছে। তার চেষ্টে ইনফেকশনের কারণে সর্তকতামূলক তাকে হাসপাতালে ভর্তি রাখা হচ্ছে। ১২ ঘণ্টা পর্যবেক্ষনের পর তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ায় হবে। লন্ডন থেকে পুত্র ও পুত্রবধূ খালেদা জিয়ার সার্বক্ষনিক চিকিৎসার খোঁজ খবর রাখছেন বলেও জানান তিনি।

এর আগে রোববার (২৩ নভেম্বর) রাত আটটায় রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে তিনি প্রবেশ করেন।

গত ১৫ অক্টোবর সর্বশেষ তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর নিয়মিত পর্যবেক্ষণ ও চিকিৎসা বাসায় থেকেই চলছিলো।

৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

সর্বশেষ - আইন-আদালত