বুধবার , ৫ নভেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

১৫ নভেম্বরের মধ্যে এনসিপি প্রার্থী ঘোষণা করবে: নাহিদ

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৫, ২০২৫ ২:৩৪ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসন থেকে লড়বেন। এসব আসনে এনসিপি কোনো প্রার্থী নাও দিতে পারে। “বিএনপির চেয়ারপারসনসহ যাদের গণঅভ্যুত্থানে ভূমিকা আছে, তাদের সম্মানে আমরা প্রার্থী নাও দিতে পারি,” বলেন নাহিদ।

তিনি আরও বলেন, “৩০০ আসনে আমরা প্রার্থী দেয়ার লক্ষ্য নিয়ে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে আমাদের সংস্কার এবং জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের বিষয়টি বিবেচনা করা হবে। ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে।”

নাহিদ ইসলাম উল্লেখ করেন, জুলাই যোদ্ধাদের চিকিৎসার দায়িত্ব অন্তর্বর্তী সরকার যথাযথভাবে পালন করতে পারেনি, ফলে এখনও নিহতের সংখ্যা বাড়ছে।

এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিপক্ষে এনসিপি প্রার্থী দেবেন না। দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানান, “বেগম খালেদা জিয়ার সম্মানার্থে আমরা যে আসনগুলোতে প্রার্থী দেব না, সে সিদ্ধান্ত দলীয়ভাবে নেওয়া হয়েছে। তবে অফিসিয়ালি এখনো ঘোষণা করা হয়নি।”

উল্লেখ্য, সোমবার (৩ নভেম্বর) বিএনপি তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তালিকা অনুযায়ী খালেদা জিয়া ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

সর্বশেষ - আইন-আদালত