কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে একই পরিবারের তিন জনকে জবাই করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। বাড়ির ভেতরে একসঙ্গে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখি। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।
নিহতরা হলেন, রুবি, রাসেল, জোনাকি।
ওসি মাহফুজুর রহমান আরো জানান, ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।