শনিবার , ২৫ জানুয়ারি ২০২৫ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

চট্টগ্রামের সামারিক গোয়েন্দা পরিচয়ে ডাকাতির চেষ্টা

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৫, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামে সামরিক গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে ডাকাতির চেষ্টাকালে স্থানীয়দের সহযোগিতায় ১১ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) গভীর রাতে নগরীর দক্ষিণ খুলশীর একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।

আটকরা হলেন- ওয়াজেদ, মো. হোসাইন, মো. রুবেল হোসেন, মহি উদ্দিন, আব্দুস সবুর, ইয়াকুব, মোজাহের আলম, মো. রোমেল, ওসমান, আব্দুল মান্নান, শওকত আকবর ইমন।

পুলিশ জানায়, গভীর রাতে একটি মাইক্রোবাসে এসে নিরাপত্তারক্ষীদের কাছে নিজেদের ডিজিএফআইয়ের পরিচয় দিয়ে সানমার রয়েল রিচ ভবনের অষ্টম তলার একটা ফ্ল্যাটে ডাকাতদল প্রবেশ করে। পরে তারা দরজা ভেঙে ভেতরে লুটপাট শুরু করে। এসময় আশপাশের মানুষের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পরে তাদের সহযোগিতায় ১১ জনকে আটক করা হয়।

তিনি জানান, এসময় তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের ভুয়া পরিচয় পত্র, খেলনা অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফয়সাল আহমেদ জানান, তদন্ত চলছে।

সর্বশেষ - আন্তর্জাতিক