জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ বলেছেন, ‘সবাই ভালো কাজ করতে পারেন না। সবাই শ্রমিকের পক্ষে কৃষকের কাজ করতে পারেন না। সবাই কৃষকের পক্ষে কাজ করতে পারেন না। ক্ষমতায় বসে অনেকের মধ্যে অহংকার ঢুকে বসে। তখন সবাইকে প্রজা মনে করেন। সীমা অতিক্রমকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সীমা অতিক্রম করেছে বলেই কালকের প্রতিমন্ত্রী আজকে জিরো।’বিজ্ঞাপন
জয়পুরহাটের আক্কেলপুর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ শুক্রবার বেলা তিনটায় আক্কেলপুর এম আর ডিগ্রি সরকারি কলেজ মাঠে এই যৌথ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে আবু সাঈদ আল মাহমুদ আরও বলেন, মানুষ ভালো আছেন বলেই এখন বিকেলে-সন্ধ্যায় গ্রামের মোড়ে মিনি সংসদ বসে। সেখানে সরকারের পক্ষে-বিপক্ষে আলোচনার ঝড় ওঠে। মানুষ পক্ষে-বিপক্ষে কথা বলবেন, এটাই গণতন্ত্রের সৌন্দর্য।
আক্কেলপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে সম্মেলনের অন্যদের মধ্যে বক্তব্য দেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান, সহসভাপতি নৃপেন্দ্রনাথ মণ্ডল, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী, সাধারণ সম্পাদক আহসান কবির, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেওয়ান রাছেল, ছাত্রলীগের সাধারণ আবু বক্কর সিদ্দিক প্রমুখ।