শনিবার , ৪ মার্চ ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৪, ২০২৩ ৯:৫৩ অপরাহ্ণ

যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলমকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর কারওয়ানবাজারে বিএনপির পদযাত্রা শেষে শনিবার দুপুর ২টার পর তাকে গ্রেফতার করা হয়।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারওয়ানবাজারে বিএনপির পূর্বঘোষিত পদযাত্রায় যোগ দেন সাইফুল আলম। পরে তাকে গ্রেফতার করা হয়।

সাইফুল আলম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন জানিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, পদযাত্রা শেষে সাইফুল আলম ও তার সঙ্গে থাকা কর্মীরা এফডিসির সামনে কর্তব্যরত পুলিশের ওপর ঢিল ছুড়তে থাকেন ও আক্রমণ করেন। পরে তাৎক্ষণিকভাবে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, সাইফুল আলমের বিরুদ্ধে আদালতের সাতটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আগামীকাল রোববার তাকে ঢাকার আদালতে পাঠানো হবে।

সর্বশেষ - আইন-আদালত