বিশ্বকাপের দামামা আগেই বেজেই উঠলেও বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ (শনিবার)। আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হল আজ। নিজেদের প্রথম ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। বিশ্বাকাপের আগে হওয়া বিতর্কিত কর্মকাণ্ডকে এক পাশে রেখে জয় দিয়ে শুরু করতে চায় টাইগাররা। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, ধর্মশালায় টসভাগ্যে জিতেছে বাংলাদেশ। টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।












The Custom Facebook Feed plugin