শুক্রবার , ১৩ জুন ২০২৫ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ইসরায়েলকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

প্রতিবেদক
Newsdesk
জুন ১৩, ২০২৫ ১১:১৬ পূর্বাহ্ণ

পরমাণু স্থাপনায় হামলায় ইসরায়েলকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। ইরানি সংবাদমাধ্যম ইরান ওয়্যারের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইরানে বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাতভর চালানো এই হামলায় দেশটির অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি ও চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরির মতো শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

খামেনি বলেন, ‘এই হামলা ছিল ভোররাতে সংঘটিত এক নিষ্ঠুর অপরাধ। এতে ইসরায়েল আবাসিক এলাকাও টার্গেট করেছে।’ তিনি আরও বলেন, ‘এই অপরাধের জন্য দখলদার শাসকগোষ্ঠীকে কঠিন শাস্তি পেতেই হবে। তাদের জন্য এক করুণ ও যন্ত্রণাময় পরিণতি অপেক্ষা করছে এবং তারা সেটা অচিরেই পাবে।”

হামলার পর এক আনুষ্ঠানিক বিবৃতি দেয় দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর। সেখানে তাদের অবস্থানের কথা জানানো হয়।  বিবৃতিতে বলা হয়, জনসাধারণের মনে নিরাপত্তা নিয়ে মানসিক শঙ্কা তৈরি হয় এমন আলোচনা থেকে যেন সবাই বিরত থাকে। ভুয়া তথ্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়। নাহলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে তারা।

সর্বশেষ - আন্তর্জাতিক