রবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫ | ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে স্টেডিয়ামে বিস্ফোরণ, নিহত ১

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ৭, ২০২৫ ১০:৪০ পূর্বাহ্ণ

পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ চলাকালীন বিস্ফোরণের ঘটনা ঘটে।  এতে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৬ সেপ্টেম্বর) বিস্ফোরণটি বাজৌর জেলার খার তহসিলের কাওসার ক্রিকেট গ্রাউন্ডে ঘটে।

বাজৌর জেলার পুলিশ অফিসার ওয়াকাস রফিক ডনকে জানান, হামলাটি টার্গেট করে চালানো হয়েছে। একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে এ হামলা চালানো হয়।

বিস্ফোরণে একজন পুরুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন, যাদের মধ্য শিশুও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সন্দেহভাজন সন্ত্রাসীরা একটি পুলিশ স্টেশনে আরেকটি হামলা চালিয়েছিল, তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

সর্বশেষ - আইন-আদালত