সোমবার , ১২ মে ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

দেশের ইতিহাসে প্রবাসী আয়ে রেকর্ড

প্রতিবেদক
Newsdesk
মে ১২, ২০২৫ ১১:৪৬ অপরাহ্ণ

অর্থবছর শেষ না হতেই প্রবাসী আয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংক বলছে, চলতি মাসের ৭ তারিখ পর্যন্ত ২৫ দশমিক ২৭ বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা, যা যে কোনো অর্থবছরে পাঠানো অর্থের চেয়ে বেশি। গত অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ২৪ দশমিক ২৭ বিলিয়ন ডলার।

এদিকে, রেমিট্যান্সে ভর করে জুলাই-মার্চ সময়ে চলতি হিসাবের ঘাটতি কমেছে ৮৫ শতাংশ। মূলত শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ, অর্থ পাচার হ্রাস এবং আমদানির তুলনায় রপ্তানি প্রবৃদ্ধির হার বেশি থাকায় এই অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের শাসনামলের শেষ দিকে প্রবাসীরা অর্থ পাঠানো কমিয়ে দেন। তবে ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে আবারও অর্থ পাঠাতে শুরু করেন তারা। ক্রমান্বয়ে বাড়ে রেমিট্যান্স প্রবাহ।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদুল আজহা উপলক্ষে চলতি মাসে প্রবাসী আয় আরও চাঙ্গা থাকবে।

সর্বশেষ - আইন-আদালত