বুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

শাইখ সিরাজের বিরুদ্ধে উপস্থাপিকা ব্রাউনিয়ার মামলা

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ

চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া। মামলায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে মামলার আবেদন করেন ব্রাউনিয়া।

এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

অভিযোগকারী ব্রাউনিয়া সাংবাদিকদের বলেন, তিনি ২০১২ সাল থেকে ‘স্বর্ণ কিশোরী, সূর্য কিশোর’দের নিয়ে চ্যানেল আইতে অনুষ্ঠান করতেন। কিন্তু ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের নামে মানববন্ধন করায় ওই অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।

আর এ ঘটনা শাইখ সিরাজ ঘটিয়েছিলেন অভিযোগ করে তিনি বলেন, তার বেতন বন্ধ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয় এবং দুই কোটি শিশু কিশোর ক্ষতির মুখে পড়ে।

ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপিকা হিসেবে ক্যারিয়ার শুরু বাংলাদেশ টেলিভিশনে। পরে যোগ দেন চ্যানেল চ্যানেল আইতে।

সেখানে তিনি গেম শো ‘লেটস মুভ’, রাজনীতিভিক্তিক শো ‘হাঁড়ি কড়াই রান্নার লড়াই’ এবং ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ সহ নানা অনুষ্ঠান করে খ্যাতি অর্জন করেন।

আলোচিত এই উপস্থাপিকা ২০১৮ সালের শেষদিকে বিয়ে করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে।

সর্বশেষ - আন্তর্জাতিক