দেশ পুনর্গঠনে বিএনপি কাজ করছে জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থেকে হাতে নেয়া পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার আহবান জানিয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে গুলশানে চেয়ারপরসনের রাজনৈতিক কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহবান জানান।
দুই ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সেনা-নৌ ও বিমানবাহিনীর ৭০ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
মতবিনিময় সভায় তারেক রহমান বলেন, বিগত সরকারের সময় রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, এগুলোকে পুনর্গঠন করতে হবে। দেশ গড়তে উপযুক্ত মানুষ খুঁজে বের করে তাদের কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইসলামের দোহাই দিয়ে একটি দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তারা এখন ধর্মকে ব্যবহার করে এখন মানুষকে বিভ্রান্ত করছে। এজন্য সবাইকে সতর্ক থাকারও আহবান জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, দেশ স্বাধীনের এতবছর পরেও লড়াই শেষ হয়নি। সুখী সমৃদ্ধ দেশ গড়ার লড়াই চলছে। তিনি বলেন, ভারতের ইঙ্গিতে বিএনপি কোনো সিদ্ধান্ত নেয় না, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে কখনও আপস করেনি।
লড়াইয়ে চূড়ান্ত বিজয় নিশ্চিত ও নির্বাচনে পরিপূর্ণ জয়ের আহবান জানিয়ে তিনি বলেন, ডিজিটাল মাধ্যমে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। তাই এই সাইবার যুদ্ধেও জয়ী হতে হবে।



















