মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

৬ সেনা নিহত, জিম্মিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পাকিস্তানের সেনারা

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১১, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ

বেলুচিস্তানে ট্রেনের জিম্মি যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পাকিস্তানের সেনারা। সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, মঙ্গলবার (১১ মার্চ) বেশ কিছু জঙ্গি রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়ে ট্রেন থামিয়ে যাত্রীদের জিম্মি করে।

ওই সময় ট্রেনটির ৯টি বগিতে ৪০০ থেকে ৪৫০ জন যাত্রী ছিল। হামলার সময় ট্রেনটি বেলুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ারে যাচ্ছিল বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনীর সূত্র।

হামলায় গুরুতর আহত হয়েছে ট্রেনচালকসহ বহু যাত্রী। এ হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি।

জানা গেছে, ট্রেনে থাকা শতাধিক যাত্রীকে জিম্মি করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার বিরুদ্ধে কোনোরকম সামরিক পদক্ষেপ নেয়া হলে সকল জিম্মিকে হত্যার হুঁশিয়ারিও দিয়েছে তারা।

এরপরই নিরাপত্তা বাহিনী পাহাড়ি ওই অঞ্চলটিতে সবধরনের যাতায়াত বন্ধ করে দেয় এবং ট্রেনটিকে ঘিরে ফেলে। জঙ্গিদের সঙ্গে ব্যাপক গোলাগুলি চলছে বলে সর্বশেষ তথ্যে জানিয়েছে জিও টিভি।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতরা আফগানিস্তানে তাদের মাস্টারমাইন্ডদের সঙ্গে যোগাযোগ করেছে এবং নারী ও শিশুদের মানববর্ম হিসেবে ব্যবহার করছে।

ট্রেনে যেহেতু বেসামরিক মানুষ আছেন তাই খুবই সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া ওই অঞ্চলটি জড়িল পাহাড়ি এলাকা হওয়ায় সেখানে অভিযান কষ্টসাধ্য হয়ে পড়েছে বলেও জানিয়েছে একটি সূত্র।

ট্রেনের যাত্রীদের জিম্মি করার ঘটনার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি নামের একটি সশস্ত্র জঙ্গী গোষ্ঠী। যারা গত কয়েক দশক ধরে পাকিস্তানের থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করতে চাইছে। বেলুচ লিবারেশন আর্মি জানিয়েছে, তারা ১৮২ জনকে জিম্মি করে রেখেছে।

সর্বশেষ বিবৃতিতে পাকিস্তান সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জঙ্গি গোষ্ঠীটি। তারা বলেছে, ৪৮ ঘণ্টার মধ্যে আলোচনায় বসতে হবে এবং তাদের যত রাজনৈতিক বন্দি আছে সবাইকে মুক্তি দিতে হবে।

সূত্র: জিও টিভি, রয়টার্স

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জো বাইডেনের বিরুদ্ধে আ.লীগ নেতার মামলা

আন্দোলনে আওয়ামী লীগ ভীত-সন্ত্রস্ত, তাই দমন-পীড়নে: বিএনপি

যুক্তরাষ্ট্রের কনস্যুলার সহকারী সচিব রেনা ঢাকায় আসছেন

ক্রেনের আঘাতে লাইনচ্যুত ট্রেন, ঢাকার সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

আইপিএলে সর্বোচ্চ দামে ইতিহাস গড়লেন ঋষভ পান্ত

কারখানায় গ্যাস সরবরাহে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার : প্রেস সচিব

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করবে সরকার

আগামীকাল সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সৌম্যর ক্যারিয়ার-সেরা ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৯১

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন খন্দকার মোশাররফ