বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫ | ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

হাসপাতালের বিছানায় মিশা সওদাগর

প্রতিবেদক
Newsdesk
মে ১৫, ২০২৫ ১২:১৭ অপরাহ্ণ

৯ বছর আগে ‘মিসড কল’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছিলেন ঢালিউড চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সওদাগর। সেই সময় ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। সেবার চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন। সম্প্রতি একই জায়গায় আঘাতপ্রাপ্ত হন তিনি।

প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন। তবে চিকিৎসকের পরামর্শ ছিল হাঁটুতে দ্রুত অস্ত্রোপচার করার। কয়েক দিন আগেই অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন অভিনেতা। এবার জানা গেল, মিশা সওদাগরের হাঁটুর অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান।

বুধবার (১৪ মে) সামাজিক মাধ্যমে এক পোস্টে অভিনেতা মিশার ছবি শেয়ার করে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা সওদাগরের হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সবাই সবাই দোয়া করবেন মিশা ভাইয়ের জন‍্য।’

গণমাধ্যমে তিনি বলেন, ‘মিশা ভাই পায়ের ব্যথায় খুব কষ্ট করেছেন। তবে অবশেষে সেটির অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে। আপাতত ভালো আছেন তিনি। বিশ্রামে রয়েছেন। আমার এখান থেকে প্রায় তিন ঘণ্টার দূরত্ব মিশা ভাইয়ের হাসপাতালের। তাকে দেখতে যাব আমি।’

২০১৬ সালে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ সিনেমায় ‘বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) চরিত্রে অভিনয় করেছিলেন মিশা সওদাগর। এতে কয়েকজন বৃহন্নলাকে নিয়ে একটি গানের দৃশ্যে শুটিং করার সময় পড়ে গিয়ে ব্যথা পান। ওই সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে তার।

বলে রাখা ভালো, কয়েকদিন আগেই মার্কিন মুলুকের উদ্দেশের বাংলাদেশ ছেড়েছিলেন মিশা। আমেরিকায় ‘বারবাদ’ সিনেমা মুক্তির পর দর্শকসারিতে বসে সিনেমা উপভোগ করেছেন। সেই ছবিও দর্শকদের সঙ্গে ভাগ করেছিলেন অভিনেতা। বরবাদ ছবি শাকিব খানের বাবার চরিত্রে দেখা যায় অভিনেতাকে।

সর্বশেষ - রাজনীতি