শনিবার , ৩১ মে ২০২৫ | ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

দেশের ভেতরের কথা বিদেশে বলে লাভ নাই: খসরু

প্রতিবেদক
Newsdesk
মে ৩১, ২০২৫ ১২:০০ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচিত সরকার না এলে জনগণের কোনো ধরণের আকাঙ্খা বাস্তবায়ন সম্ভব নয়। কোন দল ভোট চায়, ভোট চায় না এটা বিদেশে বলে লাভ নেই। দেশের কথা দেশের ভেতরেই বলতে হবে।

শুক্রবার (৩০ মে) বিকেলে চট্টগ্রামের মুরাদপুরে অবস্থিত এলজিইডি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্য খসরু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথে চলতে গেলে আমাদের মানসিকভাবে চিন্তার ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। জীবনে ডিসিপ্লিন মেনে চলতে হবে। মানুষের প্রত্যাশার অনেক পরিবর্তন হয়েছে। জিয়াউর রহমান হলেন একজন সংস্কারক। স্বাধীনতার পরে আমাদের জাতিকে বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়ানোর মতো পরিচিতি দিয়েছেন। দেশের নিরাপত্তার জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য মানুষের মধ্যে দেশপ্রেমকে জাগ্রত করেছেন।বিভিন্ন ধর্মের মানুষকে একই সূত্রে ঐক্যবদ্ধ হওয়ার কাজটি করেছেন।

তিনি বলেন, জিয়াউর রহমান দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে মানুষকে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে সম্পৃক্ত করেছেন।

তিনি আরও বলেন, জনগণ যদি আমাদের নির্বাচিত করে, তবে আমরা শুরু থেকেই কাজ করতে পারবো। কেননা আমাদের দলের দর্শন জিয়াউর রহমান। দলের প্রত্যেক নেতাকর্মীকে জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করতে হবে।

সর্বশেষ - রাজনীতি