চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল সাতটার পর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে বহন করা এমিরেটসের একটি ফ্লাইট অবতরণ করেছে।
এসময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলাম তাকে বরণ করে নেন।
প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস আজ যুক্তরাজ্য সময় বারোটায় এয়ারবাসের প্রধান নির্বাহীর সাথে বৈঠক করবেন। পরে মেঞ্জিস এভিয়েশনের প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাজ্য সময় দুপুর দুইটায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন অল পার্টি পার্লামেন্টরি গ্রপ অন বাংলাদেশ। পরে তিনি বৈঠক করবেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ এবং উন্নয়ন বিষয়ক সচিব ডেভিড লেমির সাথে। প্রধান উপদেষ্টার সাথে দেখা করবেন নারী ও মেয়েদের জন্য যুক্তরাজ্যের বিশেষ দূত বেরোনেস হেরিয়েট হারমেন।
বিকেল সাড়ে পাঁচটায় প্রফেসর ইউনুস বৈঠক করবেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে। এরপর প্রধান উপদেষ্টা ফিনানশিয়াল টাইমস ও গার্ডিয়ানকে সাক্ষাৎকার দেবেন।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে আছেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।
সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’।
এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি যুক্তরাজ্যের নীতিগবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, তার এ সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এর পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে প্রাধান্য দেবে বাংলাদেশ।
এদিকে একই দিন সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ১৩ জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।
আগামী ১৪ জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।