প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি; সময়টি নির্বাচনের জন্য সঠিক সময় নয় বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৭ জুন) সকালে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে শেরে-বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের শীর্ষ পর্যায়ের নেতারা ফুল দিয়ে প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানান। এসময় তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাতে অংশ নেয় সবাই।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব। কথা বলেন, প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গেও।
নির্বাচনের যে সময়ের কথা প্রধান উপদেষ্টা জানিয়েছেন সেটি খুব একটা চিন্তা করে দেয়া হয়নি বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
এসময়, ডিসেম্বর নির্বাচনের জন্য উপযুক্ত সময় বলে আবারও জানান দলটির এই শীর্ষ নেতা।